এই অধ্যায়ে গল্পটি এক নতুন মোড় নেয়। সিপনের মনে জন্ম নেয় প্রশ্ন—কেন জানাতের চোখে এমন চেনা আলো? কেন তার কণ্ঠ শুনলেই বুক কেঁপে ওঠে?অন্যদিকে জানাত নিজের ভেতরের সত্য চেপে রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ভয়ের কারণে সে মুখ খুলতে পারে না।একদিন সিপন হঠাৎ পুরনো এক বাক্স খুঁজে পায়, যেখানে আছে কিছু ছবি, কিছু চিঠি আর একটি ভাঙা আয়না।সেই আয়নাতে তাকাতেই সে এক ঝলকে দেখতে পায় জানাতের মুখ—ঠিক যেমনটা বহু বছর আগে হারিয়ে গিয়েছিল।সেই ভাঙা আয়না জানাতের স্মৃতি উসকে দেয়—এটাই ছিল তাদের শেষ দেখা হওয়ার মুহূর্তের একমাত্র নিদর্শন।বৃষ্টির শব্দের মধ্যে তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে—নিঃশব্দে, কিন্তু গভীর ভালোবাসায়।এখানে গল্পের আবেগ আরও ঘন হয়, আর স্মৃতি ও বাস্তবতার সীমারেখা ধীরে ধীরে মুছে যেতে শুরু করে।
0 Comments