

এক ক্লান্ত দুপুরে স্টেশনের প্ল্যাটফর্মে এক অচেনা মেয়ের স্নিগ্ধ আচরণে মুগ্ধ হয় এক পথিক। মেয়েটির মানবিক স্পর্শ ও আন্তরিকতায় পথিকের মনে গভীর ছাপ পড়ে। ট্রেনে তাদের সংক্ষিপ্ত সহযাত্রা শেষে মেয়েটি হারিয়ে যায়, কিন্তু তার স্মৃতি পথিকের মনে অমলিন থেকে যায়। সেই মুহূর্তের মানবিকতা ও সংযোগ চিরকাল তার হৃদয়ে গেঁথে থাকে।
0 Comments