
“ভাঙা প্রতিশ্রুতির শেষ বিকেল” এক গভীর কষ্টের প্রেমকাহিনি। শহরের পুরনো রেলস্টেশনে প্রতিদিন অপেক্ষা করে অনামিকা—তার প্রিয় মানুষ সাদিকের জন্য, যে দুই বছর আগে বিদেশে যাওয়ার পর আর কোনো খবর দেয়নি। প্রথমে নিয়মিত মেসেজ এলেও ধীরে ধীরে সব যোগাযোগ হারিয়ে যায়। তবুও অনামিকার বিশ্বাস কখনও মুছে যায় না; প্রতিটি সন্ধ্যায় সে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে, আশা করে সাদিক হয়তো ফিরে আসবে। কিন্তু ট্রেনের শব্দ, বৃষ্টির ফোঁটা আর চারপাশের কোলাহল শুধু তার নিঃসঙ্গতাকেই গভীর করে তোলে। এই গল্প ভালোবাসার অটল অপেক্ষা, হারিয়ে যাওয়া স্বপ্ন এবং সময়ের নির্মম সত্যকে তুলে ধরে—যেখানে সম্পর্কের শেষ নেই, কিন্তু মানুষ হারিয়ে যায়।
0 Comments