অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রামের কবিতা। শোষক ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহী শক্তি, ন্যায়ের জ্বলন্ত আগুন, জনরোষ ও মুক্তির আহ্বান তুলে ধরে নতুন প্রভাত ও ইতিহাসের প্রতিশোধী শক্তি সৃষ্টি করা হয়েছে।
অন্যায়ের প্রতিবাদ
অন্যায়ের প্রতিবাদ ✍️ লেখক: তুষার অত্যাচারের দুর্গ ভাঙে বিদ্রোহের কুঠারাঘাতে, রক্তস্রোত ফেনায়িত হয় শপথের অগ্নিপাতে। শোষকের শীতল তরবারি যতই কেটে যায়, সংগ্রামের উষ্ণ হাতুড়ি লোহা চূর্ণ করে দেয়। বিবেকের বজ্রগর্জন ছিন্ন করে ভয়ের জাল, দুঃসাহসী মুষ্টি বিদ্ধ করে অন্ধকারের কাল। অন্যায়ের বিষদাঁত ভাঙে ন্যায়ের আগ্নেয় শিখায়, অবিচারের মুকুট গলে পড়ে জনরোষের আগুনে। যে রক্ত ঝরে প্রতিবাদের ঢেউয়ে, সে-ই গড়ে তোলে নতুন প্রভাতের প্রাচীর। ঝঞ্ঝার মতো এগোয় মুক্তির সেনাদল, বুকে জ্বালিয়ে রাখে ইতিহাসের প্রতিশোধী জ্বলন।
Related Story
Tags
- #অন্যায়
- #প্রতিবাদ
- #সংগ্রাম
- #মুক্তি
- #ন্যায়
- #অধিকার
- #বিদ্রোহ
- #জনরোষ
- #স্বাধীনতা
- #সংগ্রামীসঙ্গীত
- #ইতিহাস
- #বিপ্লব
- #বীরত্ব
- #সাহস
- #ন্যায়েরজ্বলন
- মানুষ
- মানুষের
- মন
- #অভাব
- #দারিদ্র্য
- #ক্ষুধা
- #মানবজীবন
- #আশা
- #বাস্তবচিত্র
- #অনুপ্রেরণা
- #বাংলাকবিতা
- #মাতৃভূমি
- #দেশপ্রেম
- #শ্রেণিরশেকল
- #অসাম্য
- #শ্রমিকজীবন
- #তুষারেরকবিতা
- #সমাজ
- #চাঁদাবাজ
- #দুর্নীতি
- #রাজনীতি
- #অন্যায়
- #অসহায়মানুষ
- #ন্যায়বিচার
- #অপরাধ
- #ভয়ঙ্করনেতা
- #মুখোশধারী
Page: /
Page: /
0 Comments