“মাতৃভূমি” কবিতায় তুষার তুলে ধরেছেন জন্মভূমির অমর রূপ— অশ্রুজলে ভেজা ইতিহাস, বীরত্বের সুবাস, শোষণের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্বাধীনতার সূর্য। মাতৃভূমি শুধু মাটি নয়, মানুষের আত্মা, গর্ব ও মুক্তির মহাকাব্য।
মাতৃভূমি
মাতৃভূমি ✍️ লেখক: তুষার অশ্রুজলে সিক্ত তোমার রূপ, মাটির গভীরে জাগে ইতিহাসের সঙ্গীত। অদম্য এক পর্বতসদৃশ অহংকার, যেখানে ক্ষণজন্মা সূর্যের নৈঃশব্দ্য শ্লোগান বাজে। তুমি শুধু মাটি নয়, তুমি মনুষ্যত্বের ছায়া, অপার্থিব শিকড়, যা ছিন্ন হতে চায় না কখনো। ধ্বংসের মাঝেও তুমি অটুট, অম্লান এক শপথ, রক্তমাখা কণ্ঠে তুমি উচ্চারিত মুক্তির স্তবক। তোমার মাটির গন্ধে মিশে আছে বীরত্বের সুবাস, যে সুবাসে শিহরিত হয় পাণ্ডুলিপির প্রতিটি পাতা। অতীতের স্তম্ভ তোমার ভেঙে যায় না, তুমি চিরস্থায়ী, তুমি অমর, তুমি মাতৃভূমি। শোষিতের প্রতিরোধ, নির্মম যুদ্ধে সাহসের কীর্তি, তোমার বুকেই জন্ম নেয় স্বাধীনতার লাল সূর্য। তুমি এক মহাকাব্য, অশ্রুবিন্দুর পৃষ্ঠায় লেখা, যে মহাকাব্যে আমি হারাই নিজেকে, পায় মুক্তির পথ।
0 Comments