

নাঈম (উত্তেজিত, কাঁপা গলায়):\"আপনি আমাগো গ্রামের মাতব্বর কা`হা না?আপনি আমাকে সিগারেট খাওয়ার অপরাধে, আর মিথ্যা চুরির দোষ চাপিয়ে আমার বাবা, গ্রাম, আত্মীয়-স্বজন ছাড়া করেছিলেন।\"নাঈম (তীব্রভাবে):\"আপনি সেই দিন সালিশিতে বলেছিলেন—\'আমি গেরামের মাতব্বর, আমাগো গেরামে কেউ কখনো সিগারেট বা নেশাজাতীয় দ্রব্য সেবন করতে পারবে না।কোন সিগারেট খোরের জায়গা এই গেরামে হবে না।আমি যতদিন বেঁচে আছি, ততদিন কেউ এসব কাজ করতে পারবে না।আমাগো গেরামে সবাই নামাজ পড়বে, দীনী শিক্ষা লাভ করবে, ছেলে-মেয়েরা পড়াশোনা করবে।\"নাঈম (চোখে আগুন):\"আপনি আমাকে সেদিন পঞ্চাশ বার জুতাপেটা করেছিলেন। ধাক্কা দিয়ে গেরাম থেকে বের করে দিয়েছিলেন।আপনি বলেছিলেন— \'আমাগো গেরামে কোনো কুলাঙ্গারের বাস হবে না।\' \"নাঈম (এক পা এগিয়ে):\"এখন, আপনি এখানে!আপনার ঠিকানা কবে থেকে পতিতালয়ে হলো?আপনি না আমাগো গেরামের ভবিষ্যৎ প্রজন্মের রক্ষক ছিলেন?এই জন্য ছোটবেলায় আপনার মেয়ে মার্জিনার কাছে শুনতাম, বাবাই শহরে গেছেন।\"নাঈম (গর্জে উঠে):\"আপনি আমাকে সিগারেট খাওয়ার অপরাধে গেরাম থেকে বের করে দিয়েছিলেন,আপনি গ্রাম ছেড়ে শহরে ব্যবসার নামে পতিতালয়ে এসে পতিতার নগ্ন পা কাঁধের ওপর নেওয়ার জন্য বিচার হবেন না?\"
0 Comments