
ত্রিশটা বছর কেটে গেছে।তারপরও সেই বিকেলের আলো-ছায়া মাখা মুখখানা মাঝে মাঝে হঠাৎ করেই ভেসে ওঠে চোখের সামনে—নামটা ছিল কবিতা।আমি তখন নবম শ্রেণিতে পড়ি। ব্রাহ্মণবাড়িয়ার এক মফস্বল শহরে বাবার বদলির চাকরি। স্কুল বদল হলো, শহর বদল হলো, জীবন বদল হলো। নতুন স্কুলে গিয়ে খুব একটা খাপ খাওয়াতে পারিনি—অন্তর্মুখী আর গম্ভীর স্বভাবের ছেলে ছিলাম। কারও সাথে তেমন মিশতাম না। ঠিক তখনই তাকে প্রথম দেখি।
0 Comments