

জীবন যেমন সুন্দর, তেমনি নির্মম। আর প্রেম? সে যেন কাচের তৈরি স্বর্গ—দেখতে অপূর্ব, ছুঁতে গেলেই ভেঙে চুরমার।লুবনা শহরের ধনী ব্যবসায়ীর মেয়ে। তার ত্বকের উজ্জ্বলতা যেন দুধে আলতা মেশানো, চোখে স্বপ্ন, ঠোঁটে দামি লিপস্টিক, চলাফেরায় অভিজাত এক ঘ্রাণ। তার হাসি নিয়ে কত ছেলেই স্বপ্ন বুনতো—কিন্তু লুবনা হাসতো কেবল নিজের প্রয়োজনে, সময় বুঝে।
0 Comments