
নবম শ্রেণিতে উঠে যখন লামিয়া নতুন স্কুলে ভর্তি হলো, তখনই প্রথমবার রাজীবকে দেখে। রাজীব ক্লাসের প্রথম বেঞ্চে বসা শান্ত ছেলে, লেখাপড়ায় ভালো, কারও সঙ্গে খুব বেশি কথা বলে না, শুধু মাঝে মাঝে হাসে—আর সেই হাসি যে কেমন করে হৃদয়ে এসে গেঁথে যায়, লামিয়া নিজেও জানে না।
0 Comments