

এই অধ্যায়ে জান্নাত ফিরে এসেছে পৃথিবীতে — স্মৃতি হয়ে নয়, বরং শরীর আর হৃদয় নিয়ে, এক নতুন রূপে।সে একসময়ের প্রেমিক সিপনের সামনে দাঁড়ায়, কিন্তু এখন সে জানে না জান্নাত কে।তাদের মধ্যে নতুন পরিচয় গড়ে ওঠে — একদম বন্ধুত্ব দিয়ে শুরু।সিপন জানে না, যে মেয়ে প্রতিদিন সে আঁকে, সেই হারিয়ে যাওয়া মুখ — সেই মেয়েটিই এখন তার সামনে দাঁড়িয়ে।জান্নাত তাকে ধীরে ধীরে তার হারানো ভালোবাসার কাছে নিয়ে যেতে চায় — কিন্তু ভয়ও পায়…যদি সত্যটা সে নিতে না পারে?যদি ভালোবাসা ফিরিয়ে দিতে গিয়ে সে ভেঙে পড়ে?এ অধ্যায়টা হৃদয়ের গভীর এক প্রশ্ন তোলে —👉 ভালোবাসা যদি মুছে যায়, তবে কি তাকে আবার গড়ে তোলা যায়?
0 Comments