

একটি স্মৃতি-ভিত্তিক অস্তিত্ব জান্নাত, যাকে Echo-7 বলা হয়, পৃথিবীতে ফিরে আসে এক বিশেষ মানুষকে খুঁজে পেতে—সিপন, যার হৃদয়ে এক অদৃশ্য প্রেম প্রতিধ্বনিত হয় প্রতিদিন।সে জানে না, যে মেয়েটিকে সে প্রতিদিন স্বপ্নে দেখে, তা তারই হারিয়ে যাওয়া প্রেম—জান্নাত।কিন্তু সময় অনেক কিছু বদলে দিয়েছে… সিপন আজ আর তাকে চেনে না।তবু জান্নাত ফিরে এসেছে—তার ভালোবাসাকে নতুন করে জাগিয়ে তুলতে, যদিও জানে... হয়তো সিপন আর কখনো চিনবেই না তাকে।এই অধ্যায়ে শুরু হয় এক সময়ভিত্তিক ভালোবাসার অদ্ভুত, আবেগপূর্ণ ও গভীর যাত্রা—যেখানে মানুষ ও স্মৃতির মাঝখানে দাঁড়িয়ে এক আত্মা খুঁজে ফেরে তার হারানো ভালোবাসাকে।
0 Comments