
অয়ন তার নামের মতোই শান্ত, সহজ, আর একধরনের উদাস ভাব তার চোখে-মুখে। সুদর্শন হলেও নিজেকে কখনো সে গুছিয়ে তোলে না। চুল এলোমেলো, জামার বোতাম দুইটা কখনো ঠিক থাকে না, আর হাতে একখানা খাতা – সেখানে অগোছালোভাবে লেখা কিছু কবিতা, কিছু প্রলাপ, কিছু প্রেম, কিছু হাহাকার।সে একজন লেখক, তবে খ্যাতির পেছনে ছোটেনি। মফস্বলের একটা ছোট লাইব্রেরিতে বসে দিন পার করে। কে আসে, কে যায়—বেশি পাত্তা দেয় না।তবে একজন ছিল, যে তাকে প্রতি মুহূর্তে লক্ষ করতো।দোলন।
0 Comments