

রাজু ছিল অদ্ভুত এক চরিত্র। গ্রামের মাঠে-ঘাটে, রাস্তার ধারে, কুড়ানিতে কিংবা মেলা-পার্বণে সে যে ছিল, তবুও যেন কোথাও ছিল না। মুখে মৃদু হাসি, চোখে স্থিরতা, হৃদয়ে যেন এক অদৃশ্য দেয়াল। গ্রামের মেয়েরা যেমন তার পেছনে চোখে প্রেমের দৃষ্টি ফেলে তাকিয়ে থাকত, রাজু তেমনি নির্বিকার। যেন তার হৃদয়টা পাথর দিয়ে গড়া।
0 Comments