

বেলাল খুবই ভাবুক স্বভাবের ছেলে।তার বাবা নেই। মা ও এক বোন আছে। বোনের বিয়ে দিয়েছে।হঠাৎ একদিন তার মা বলল,— “বাপ, তুই বিয়ে কর। আমি আর অসুস্থ শরীর নিয়ে কাজ করতে পারছি না। এবার তুই একটা বিয়ে কর।আমি তোর জন্য অনেক আগেই একটা মেয়ে ঠিক করেছিলাম। এখনও মনে হয়, মেয়েটার বিয়ে হয়নি। ওর খালার কাছে খোঁজ নিয়ে জানতে হবে। ছোটবেলায় একবার এসেছিল, তোর জন্য তখন পছন্দ করেছিলাম।”বেলালের মা মেয়ের খোঁজ নিয়ে জানতে পারলো, এখনও মেয়ের বিয়ে হয়নি। বেলাল একথা শুনে খুব আনন্দিত হয়।
0 Comments