
হারানো প্রেমিকা নীলার একটি রহস্যময় চিঠি পেয়ে স্টেশনে অপেক্ষা করে শেষ ট্রেনের জন্য। কুয়াশাচ্ছন্ন রাতে ট্রেন আসে, কিন্তু নীলা আসে না—বরং আসে তার ছোট বোন, হাতে আরেকটি চিঠি নিয়ে। সেই চিঠিতে নীলা জানায় সে আর ফিরতে পারবে না—অসুস্থতা, নিরবে বিদায় আর চিরন্তন ভালোবাসার কাহিনি এই গল্পের মূল আবেগ।
0 Comments