

মদনের জন্ম এক দরিদ্র পরিবারে। তার বাবা তার জন্মের কয়েক মাস পূর্বে মারা গেছে। বর্ষাকালে প্রান্তরে আউশ ধান কাটার সময় আকাশ থেকে ঘনঘন বজ্রপাত মাথায় পড়ে মারা যায়।মদনের মা অন্যের বাড়িতে কখনো কখনো কাজ করে। ধানের মৌসুমে ধান সিদ্ধ করে, শীতকালে লোকের কাঁথা সেলাই করে জীবিকা নির্বাহ করে। মদনের যত্ন ভালোভাবে নিতে পারে না। কখনো কখনো মদনের জন্য,খাবার সংগ্রহ করতে পারে না।মদনের মায়ের আপন জন বলতে শুধুই মদন। এছাড়া কেউ নেই। ছেলের সুখের জন্য দ্বিতীয় বিয়ে করে নি। মদনের পাঁচ বছর বয়সে,এক প্রকার নিয়তির কাছে বাধ্য হয়ে! তার মা তাকে এক বড়লোকের বাড়িতে পেটে ভাতে কাজ করতে পাঠিয়ে দেয়।
0 Comments