

মোঃ বেলাল হোসেন একজন বনেদি এবং সম্ভ্রান্ত লোক। তিনি নিঃসন্তান। তাঁর স্ত্রী মোছাঃ সাবিনা ইয়াসমিন। তাঁর স্ত্রী প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ায় চলাফেরা করতে পারে না। রুমের মধ্যে থেকেই দিনরাত্রি অতিবাহিত করে।বেলাল হোসেন তার বিস্তর সম্পত্তি, জায়গা-জমি দেখাশোনার জন্য অনেক কাজের লোক নিয়োগ দিয়েছে। কাজের লোকেরা তার বিশাল গৃহস্থালি এবং কৃষিকাজ করে।বেলাল হোসেনের দাদা শিমুলতলার বিল হিন্দু দহরাম চক্রবর্তীর কাছ থেকে কিনে নেয়। বেলাল হোসেনের দাদা তৎকালীন যৎসামান্য জমিদার ছিলেন। তিনি মারা যাওয়ার পর বেলাল হোসেনের বাবা সংসারের দায়িত্ব নেন। তখন থেকে শিমুলতলার হিন্দু কৃষকরা দাবি করতে থাকে, বেলাল হোসেনের দাদা রহমান চৌধুরী জোরপূর্বক দখল করেছে বিল।
0 Comments