

রাতিয়া একজন চোর। তিনি চোরদের সর্দার।একদিন রাতে রায়পাড়ায় চুরি করতে যায়। সঙ্গে ছিল তার দুইজন সাগরেদ — অমলেশ ও বিরু।দুটি গরু চুরি করে নিয়ে আসার সময় গ্রামের দক্ষিণ প্রান্তে বৃদ্ধ নিমাই রায়ের বাড়ির কাছে আসলে, নিমাই রাতে হিমানী নদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে তাদের দেখে চিৎকার করে ওঠে, “চোর! চোর!”রাতিয়া তার হাতের ছুরি নিক্ষেপ করে নিমাইয়ের বুকের উপর। চিৎকার শুনে নিমাইয়ের ছেলে দুলাল রায় দৌড়ে এসে দেখে, তার বাবা ছুরিকাঘাত হয়েছে।
0 Comments