

মুসাফির চলে দিক-দিগন্তে। অতীতে তার একটা সুখের সংসার ছিল। রাস্তায় বাস দুর্ঘটনায় তার পরিবারের সদস্যরা শেষ হয়ে গেছে। তার স্মৃতিশক্তি আগের তুলনায় কিছুটা লোপ পেয়েছে। তার ভাইয়েরা তাকে বাড়ি থেকে বের করে দেয়।তার থাকার মতো আশ্রয় নেই। তাই সে দিক-দিগন্তে ছোটে। যেখানে রাত, সেখানে কাত।মুসাফির অজানাকে জানার উদ্দেশ্যে মাতাল অবস্থায় ছোটে। তার পরিবারের কেউ নেই — এ নিয়ে তার মনে চির অশান্তি।\"মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে একটা সংসার।যার সংসার নেই, তার জন্ম বৃথা। মানুষের এত্তো কিছু করার মূলে সংসার।\"
0 Comments