

সাদমান হক একজন রসুলপুর সরকারি প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তিনি রসুলপুর গ্রামের একজন মেম্বার । তিনি মসজিদের ইমামতি করেন । উনার বয়স আটত্রিশ বছর । সুঠাম দেহের অধিকারী। মুখে দাড়ি , গোঁফ রয়েছে । দুই ছেলে ও এক মেয়ে । উনার স্ত্রীর নাম আমেনা বেগম।আমেনা বেগম একজন জনদরদি ও ধর্মভীরু মহিলা । তিনি গ্রামের মানুষের সকল সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করেন। গ্রামের সবার বিপদে সহযোগিতার জন্য এগিয়ে যায়। আমেনা বেগম গ্রামের নারীদের সমাজ সেবা মূলক কাজে অনুপ্রেরণা করেন।
0 Comments