~~রাশেদের দল একে একে পড়ে যেতে থাকে—মার খেয়ে, ভয় পেয়ে। ~~~শেষে রাশেদ হাপাতে হাপাতে বলে—“তুই… তুই কে?” ~~~রাজ ধীরে ধীরে বলে—“আমি রাজ… যে আজ পর্যন্ত সহ্য করেছে। কিন্তু আজ থেকে কেউ না।” ~~~হঠাৎ দূর থেকে পুলিশ সাইরেন শোনা যায়—কেউ খবর দিয়েছে। ~~~সবাই দৌড়ে পালায়—রাশেদের দল ছত্রভঙ্গ হয়ে যায়। ~~~রাজ দাঁড়িয়ে থাকে—রক্তাক্ত কিন্তু অদম্য। ~~~প্রিয়া দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে—“তুমি ঠিক আছো?”
0 Comments