
ডায়েরি এন্ট্রি - ১৯ এপ্রিল, ২০২০\"আমি ফিরে এসেছি। কিন্তু আমি জানি না, আমি ঠিক কোথায় ফিরে এসেছি। পৃথিবী ঠিক আগের মতো, কিন্তু কিছু একটা ভয়ানকভাবে ভুল।\"আমার নাম তমাল।তিন মাস আগে, আমি ‘কালগহ্বর’ নামের একটি গোপন গবেষণা প্রকল্পে নিখোঁজ হয়েছিলাম।কেউ জানত না আমি কোথায় গিয়েছিলাম। আমিও জানতাম না, কোথায় ফিরে এসেছি।যখন জ্ঞান ফেরে, আমি একটা জীর্ণ ঘরে পড়ে ছিলাম।ঘরের দেয়ালে একটা অদ্ভুত লেখা খোদাই করা—\"পৃথিবী ভুল সময়েই শেষ হয়ে গেছে।\"ঘড়ি চলছিল না।ফোনে তারিখ: ৩০ মার্চ, ২০৩০অথচ এমন কোনো তারিখ পৃথিবীতে হয় না।
0 Comments