
সকালে ক্লাসে ঢুকেই রাফি খেয়াল করল, তাদের ক্লাসে এক নতুন ছেলেকে বসানো হয়েছে। সে একদম চুপচাপ, কারও সঙ্গে কথা বলছে না। চোখ দুটি বড় বড়, আর মুখে যেন সবসময় একটা কৌতূহলী হাসি।ম্যাডাম বললেন, “ওর নাম টিকু। সে কিছুদিন আমাদের স্কুলে থাকবে। তোমরা ওর সঙ্গে বন্ধুত্ব করবে, ঠিক আছে?”কিন্তু টিকুর আচরণ ছিল অদ্ভুত। সে লাঞ্চে চকলেট না খেয়ে ব্যাটারির মতো দেখতে কিছু খাচ্ছিল, আর ক্লাসে সব প্রশ্নের উত্তর দিয়েও যেন মাথা না ঘামিয়ে বসে থাকত। রাফির সন্দেহ হলো—এই ছেলেটা নিশ্চয়ই সাধারণ কেউ নয়।
0 Comments