

লকডাউনের মধ্যে বিশেষ অসুবিধায় পড়ে বাজারে গেছি ঔষধ কেনার জন্য।বাজারে ডুকেই দেখি টি এন ও এর গাড়ী দাড়ানো।পাশেই কিছু লোকের ভিড়।সামাজিক দুরত্ব বজায় রেখে আমিও গিয়ে দাড়ালাম সেখানে।কৌতুহল বাঙ্গালীর কাছে এমন এক বস্তু,কৌতুহল একবার মনে সৃষ্টি হলে ভয় শংকা য়িম নীতি সব কিচু তার কাছে অকেজো হয়ে পড়ে।আমিও তো সেই গর্বিত বাঙ্গালী।বুঝতে পারলাম উচ্চস্বরে যিনি কথা বলছেনতিনিই টি এন ও।প্রধান মন্ত্রীর গরীব সাধারনকে দেওয়া ২৫০০টাকা ঈদ উপহার নিয়ে তদন্ত করছেন তিনি।তিনি স্থানীয় জনপ্রতিনিধিকে জিজ্ঞেস করলেন যাদরে নামে টাকাগুলো বরাদ্দ হয়েছে তারা কি টাকা পেয়েছে?
0 Comments