

লক্ষিচর নামের ছোট্ট গ্রামটা যেন নদীর কোলের ঘুমন্ত পাখি। সকালবেলা নদীর ধারে কুয়াশা নামলে মানুষ চিনতে পারে না কে মানুষ, কে ছায়া। আমি তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি—মধুপুরের হোস্টেল থেকে প্রতি শুক্রবার বাড়ি ফিরি। সেই ফেরার পথেই প্রথম দেখি তাকে।সকাল বেলা নদীর ঘাটে দাঁড়িয়ে কাঁথা ধুচ্ছিল এক মেয়ে। চুলে সূর্যের আলো পড়েছে, যেন গোধূলির রং লেগেছে তার গালে। কৌতূহলী হয়ে দাঁড়িয়ে ছিলাম, সে হেসে তাকাতেই বুকের ভেতর কেমন করে উঠল। নাম জিজ্ঞেস করতেই মিষ্টি গলায় বলল,—\"লক্ষি।\"
0 Comments