

বিয়ের পরপরই নতুন সংসারে আনন্দ যেন আকাশ ছুঁই ছুঁই বাঘদম্পতির। বাঘিনির চোখে নতুন স্বপ্ন, নতুন প্রেম। একদিন সে গলায় নরম সুর মিশিয়ে স্বামীকে বলল——শোন, মানুষ নাকি বিয়ের পর “হানিমুন” নামে এক জায়গায় যায়। বনজঙ্গলে বসে থাকলে আর কতদিন! চল না, আমরা-ও একদিন হানিমুনে যাই।বাঘটা প্রথমে কাঁচুমাচু করল। মনে মনে ভেবেছিল, বন ছেড়ে বাইরে গেলে বিপদ হতে পারে। কিন্তু সুন্দরী বউয়ের সামনে তা আর বলতে সাহস পেল না। মনের ভেতর ভাব, আচ্ছা, স্ত্রী যদি খুশি হয়, তবে জীবন-জঙ্গল দুটোই সার্থক।পরদিন সন্ধ্যায় পূর্ণিমার আলো ঝরঝর করে পড়ছে গাছপালার ফাঁক দিয়ে। দু’জনে পা মেলল হানিমুন যাত্রায়। হাঁটতে হাঁটতে একসময় একটা গ্রামে এসে পড়ল। হঠাৎ কানে এল ভীষণ কোলাহল। মানুষজন চেঁচামেচি করছে।বাঘ ভয়ে ফিসফিস করে বলল——শোন, এরা মানুষ। আমাদের দেখলে বাঘের খবর শেষ। চল ফিরে যাই।
0 Comments