

রাত তখন প্রায় বারোটা। আকাশে মেঘহীন নীলাভ আলো, তারারাও যেন অস্বাভাবিক ঝলমল করছে। গ্রামের পাশের খোলা মাঠে দাঁড়িয়ে হঠাৎই আমি দেখলাম একটা অদ্ভুত আগুনের রেখা আকাশ ছিঁড়ে নিচে নামছে। মুহূর্তের মধ্যে শব্দ করে সেটি পড়ল পাশের জঙ্গলঘেঁষা ফাঁকা জায়গায়।ভয়ে ভয়ে কাছে যেতেই দেখি—একটা অদ্ভুত যন্ত্র, গোলাকার, ধাতব মতো কিন্তু জ্যোৎস্নায় কেমন উজ্জ্বল হয়ে উঠছে। যন্ত্রটার ভেতর থেকে ক্ষীণ কান্নার শব্দ আসছে। বুক কাঁপতে কাঁপতে ঢুকলাম ভেতরে, আর যা দেখলাম—একেবারেই অবিশ্বাস্য। ছোট্ট, সবুজাভ রঙের এক শিশু, বড় বড় চোখ, মুখটা মানুষের মতো হলেও অদ্ভুত আলো ছড়াচ্ছে।
0 Comments