

গ্রামের নাম নিঝুমপুর। রাত নামলেই পুরো গ্রাম ঢেকে যায় এক অদ্ভুত নিস্তব্ধতায়। কুকুর ডাকে না, পাখিরা চুপ থাকে, বাতাস থমকে দাঁড়ায়। অথচ আকাশের তারা গুনলে দেখা যায়— প্রতিদিন একটা করে তারা কমে যাচ্ছে।এই গ্রামের ছেলে অপু, সদ্য কলেজে ভর্তি হয়েছে। সে বরাবরই একটু অন্যরকম। রাতের আকাশ দেখতে তার খুব ভালো লাগে। চুপচাপ বাড়ির পেছনের বাঁশবনে বসে থেকে আকাশ দেখে আর ভাবে— “এই নীরবতার পেছনে কোনো রহস্য আছে?”
0 Comments