
হাশেম চাচার বয়স ষাট ছুঁই ছুঁই, কিন্তু ভয়ের বয়স এখনও বাচ্চা শ্রেণির মধ্যে পড়ে। তিনি এমন একজন মানুষ, যিনি পেঁপের গাছে ঝুলে থাকা বিছে দেখে একবার মাথায় মলম লাগিয়ে পাগলের মতো হেঁটে গেছেন থানায়— “সাহেব, আমার মাথায় সাপ ঢুকছে, আমাকে বাঁচান!”এই লোকই আবার গ্রামে বড় কথা বলেন—“ভয়? আমি ভয় পাই না। ভয়ই আমারে দেখে ভয় পায়!”
0 Comments