

জয়পুর নামের এক গ্রাম ছিল। ছিল না বিদ্যুতের ছোঁয়া, না ছিল কোনো স্কুলের চিহ্ন। কিন্তু ছিল ভরা মাঠ, সবুজ ধান, আর ছিল অজস্র হাসি। গ্রামের মানুষগুলো অশিক্ষিত—হ্যাঁ, কেউ নাম লিখতে পারে না, আবার কেউ সংখ্যার পর সংখ্যা গুনতে গুনতে থেমে যায় দশের পরই। তবুও এই গ্রামের একটিই নাম—“মুর্খদের গ্রাম।”
0 Comments