

এক ছিলো রাজ্য—নাম আলগেমোরা। সে রাজ্যে সূর্য ডুবে গেলে রাত নামতো না, বরং আকাশে ফুটতো সাতরঙা রঙধনু, আর সেই রঙধনু হতো এক জীবন্ত সেতু, যেখানে হাঁটতো গল্পেরা।হ্যাঁ, গল্পেরা! যারা বইয়ের পাতা ছেড়ে রাতে বেরিয়ে আসতো রঙধনুর পায়চারায়।এই রাজ্যের রানি ছিলেন রুকাইয়া রাণী, যিনি ঘুমাতে গেলে তার স্বপ্নের ভেতর ঢুকে যেতো একটা আস্ত শহর। সেই শহরের নাম ছিলো ঘুমনগর। প্রতিদিন রুকাইয়া রাণী সকালে উঠেই বলতেন,\"আজ স্বপ্নে এক সিংহ চায়ের দোকান খুলেছে, আর চা বানায় গরম হাসিতে!\"
0 Comments