
আমাদের এই গাঁওয়ের একখান বিস্ময়—নাম তার হারাধন সরকার, সবাই ডাকে \"কিপটে হারু\"। গায়ের রঙ যেমন পাকা কাঁঠালের মতো তামাটে, তেমনি মনটাও কাঁঠালের খোসার চেয়েও শক্ত! টাকা-পয়সার কিপটেমির এমন নমুনা কেউ দেখছেন বা শুনেছেন বলে মনে হয় না!হারু দা একদিন নিজেই বলছিল,\"জীবনে একটাই মূলমন্ত্র—পঁয়সা বাচাইলে পয়সা বাড়ে। ঘাম দিয়া কামাই করে খরচ করলে তা হইল গোয়ার গরু দুধ দিয়া দড়ি ছিঁড়ে ফালানোর মত।গ্রামের লোকজন তার নাম শুনলেই হাঁসফাঁস করে। একবার-রশিদ মাস্টার তার মেয়ের বিয়েতে কার্ড দিয়া হারু দারে ডাক দিলো। সবাই ভাল ভাল শাড়ি-লুঙ্গি পরে গেলো বিয়ে খাইতে। হারু দা গেলেন পুরান একটা মশারির খোপ খুলে বানানো শার্ট পরে। হাতে একটা ছোট্ট লাল পলিথিন।
0 Comments