

জামাল আর জালাল সহজ সরল আর নম্র ভদ্রতার জন্য গ্রামে তাদের খ্যাতি থাকলেও,বউদের কাছে তারা বলদ নামেই পরিচিত। বড় ভাই জামালের বউ তাল গাছের মত লম্বা আর কাল। স্বাস্থ্য আর শরীরের গঠন মিলিয়ে ছোট খাটো কুস্তিগীর বলিলেও ভুল হবেনা।সেই তুলনায় জামাল মশা। ছোট ভাই জালাল লম্বা সুদর্শন পুরুষ কিন্তু বউ বেটে আর তোতলা।কথা বলে আস্তে। কথায় আছে- লম্বা যত হাম্বা তত আর বেটে যত বুদ্ধি তত।এই কথার কথা ইহাদের জন্য শত ভাগ প্রযোজ্য।জামালের বউ বিবেচনাহীন।সংসারে কোন জামেলা ৃদেখা দিলেই তাহার কারন ও অবস্থা যাচাই না করিয়াই ছোট বউকে গালাগালি, কোমরে কাপড় প্যাচাইয়া মারামারির উপক্রম করা আর পরিশেষে স্বামীকে নানা কথায় উত্তেজিত করিবার ছলে কান্না করা।জালালের বউ এর উল্টো।সে চুপ করিয়া থাকিবে,স্বামীর কাছে ভাল সাজিতে ভদ্রতা দেখাবে কিন্তু সময় ও সুযোগ পাইলে ষোল কলা দেখাইয়া দিবে। দুজনের এমন আচরনের কারন একটাই এক খানায় তারা আর থাকতে চায়না।জামাল আর জালাল অতিষ্ঠ হয়ে উঠলেও তারা এসবে কান দেয়না।
0 Comments