
এক জঙ্গলে থাকত দুই বাঘ ভাই—একজনের নাম হালুম, আরেকজন হুলুম। দেখতে ভয়ানক হলেও, দুজনেই ছিল একেবারে বোকা আর দুষ্টু। খাওয়া-দাওয়া বাদ দিয়ে সারা দিন শুধু দুষ্টুমি করাই তাদের কাজ।একদিন হালুম বলল,— হুলুম, চল আজ মানুষদের ভয় দেখাই!হুলুম লাফ দিয়ে উঠল,— দারুণ! আমি তো বলছিলামই, আমাদের কিছু একটা “বাঘীয়ান” করা দরকার!দুজন মিলে পেছনের গ্রামের দিকে রওনা হলো। কিন্তু রাস্তায় হাঁটতে গিয়ে একটা পেঁপে গাছের নিচে পিছলে হালুম ধপাস করে পড়ল। হুলুম হাসতে হাসতে বলল,— পা না মাথা, বুঝতেই পারি না!তারপর তারা লুকিয়ে পড়ল গ্রামের স্কুলের পেছনে। ঠিক তখনই ছুটির ঘন্টা বাজল। বাচ্চারা দৌড়ে বেরিয়ে এলো, হাতে হাত ধরে খেলছে, কেউ কেউ আবার আইসক্রিম খাচ্ছে।হালুম বলল,— আমি গিয়ে বলি, আমি একটা “আলু-বাঘ”!হুলুম বলল,— আমি হবো “টমেটো-বাঘ”!
0 Comments