

একবার পানির রাজ্যে ভয়ংকর মহামারী দেখা দিল।পানি রাজ কুমির ভিষণ দুশ্চিন্তায় পড়লেন।রোগের কোন লক্ষন বোঝা যায়না।যে প্রানীর এ রোগ দেখা দেয়,কি জানি কি হয়,সে কিছুক্ষন নাচে,কিছুক্ষন হাসে,কিছুটা সময় গান গায়,তারপর নিতিয়ে পড়ে।চোখ যে বন্দ করে আর চোখ খোলেনা।মাছ ব্যাঙ হইতে শুরু করে পানি রাজ্যের কোন প্রাণীই শুধু কচ্ছপ ছাড়া এ রোগ থেকে রেহাই পেলনা।দিন দিন রাজ্যের প্রানী কমে যেতে লাগলো।কুমির রাজ হেকিম,বৈদ্য ডেকে সব রকমের চিকিৎসার ব্যবস্হা করলেন। কিছুতেই কিছু হলনা।পানি রাজ্যে চরম অশান্তি বিরাজ করতে লাগল।এমন করে দিন মাস যায়,কিছুতেই কিছু হয়না।একদিন কচ্ছপ ছাড়া সকল প্রাণী এসে কুমির রাজার কাছে আরজি জানাল এই যে,সাপ আর ব্যাঙ প্রায় ডাঙ্গায় যায়।তাই তাদের বিষেশ দায়িত্ব দেওয়া হউক যে,ডাঙ্গার প্রাণীকূল থেকে এই রোগের চিকিৎসা জেনে আসুক।ডাঙ্গার প্রাণীদের মধ্যে আছে মানুষ।তারা খুব জ্ঞানী ও বুদ্ধিমান।তাদের জ্ঞান বুদ্ধিতে তারা সকল রোগের ঔষধ নিজেরাই তৈরী করতে পারে এমনকি এও শুনা যায়,পশু-পাখিরদেরও নাকি চিকিৎসা তারা করে থাকে।সব শুনে কুমির বলল,উত্তম প্রস্তাব,ব্যাঙকে ডাঙ্গায় পাঠানো হোক।ব্যাঙ নিরিহ প্রাণী,ব্যাঙ মানুষের কাছা-কাছি থাকতে পারবে।মানুষ তাদের ক্ষতি করবেনা।আরও ব্যাঙ ও সব জেনে আসতে পারবে।সাপ বলল,আমিও যাব।
0 Comments