

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নির্জন সন্ধ্যা। ছাত্রাবাসের ব্যালকনিতে দাঁড়িয়ে তানিম হঠাৎ করে ভাবনার অতলে হারিয়ে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে একটি মায়াবী মুখ—নীরার মুখ। চাচাত ভাই আরিয়ানের বিয়েতে এক ঝলক দেখেছিল মেয়েটিকে। তারপর থেকেই যেন সবকিছু বদলে যেতে শুরু করে।ভাবীর ছোট বোন নীরা। ঢাকার মেয়ে, স্বভাব-চঞ্চল কিন্তু মনের মধ্যে একধরনের কোমলতা। মফস্বল শহর থেকে আসা তানিমের সাহস হয়নি নিজেকে প্রকাশ করার। তাই ভয়ে নিজের নাম ব্যবহার না করে আরিয়ানের নামে চিঠি লেখা শুরু করে।
0 Comments