থিম: ছেলে যখন জানতে পারে তার মা আসলে তার নিজের মা নয়। অনু গল্প
ডিএনএ ল্যাব। চারিদিকে জমকালো সব বৈজ্ঞানিক যন্ত্রপাতি। কিন্তু পুরো ল্যাব নিস্তব্ধ। ল্যাব এর ভিতরে দাঁড়িয়ে আছে মা ও ছেলে। জেরক্স প্রচন্ড রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার মা রায়া এর দিকে। রায়া দাঁড়িয়ে আছে মাথা নিচু করে প্রচন্ড লজ্জায় ও অনুশোচনায়। জেরক্স তার মাকে বলল : \" মা তুমি কেন আমাকে আগে বললে না যে তুমি আমার নিজের মা নও ? রায়া তোতলাতে তোতলাতে বলল : বাবা জেরক্স। আমি নিজেও জানতাম না তুমি আমার ছেলে নও। আমি সারা জীবন তোমাকে নিজের ছেলেই মনে করেছি। \" ডাক্তার লিও রায়া ও জেরক্স কে জানায় জেরক্স এর আসল মা মারিয়া তার পরিচয় কে গোপন রেখে তার নিজের ছেলে জেরক্স কে রায়া এর হাতে তুলে দিয়েছিল কারণ সেদিন রায়া এর নিজের ছেলে মারা গিয়েছিল। জেরক্স ও রায়া যখন এই সত্যিটা জানতে পারে তখন তারা নিজেদেরকে নিজেরাই প্রশ্ন করে
” সত্যিকারের মাতৃত্ব মানে কি শুধু সন্তান জন্ম দেওয়ার নাকি একজন নারীর মাতৃত্বের অভাব পূরণ করা ? \"
0 Comments