
আমার পাঁচ বছর বয়সের ছোটোমেয়ে মিনি এক দণ্ডকথা না কহিয়া থাকিতেপারে না। পৃথিবীতে জন্মগ্রহণকরিয়া ভাষা শিক্ষা করিতেসে কেবল একটি বৎসরকাল ব্যয় করিয়াছিল, তাহারপর হইতে যতক্ষণ সেজাগিয়া থাকে এক মুহূর্তমৌনভাবে নষ্ট করে না।তাহার মা অনেকসময় ধমকদিয়া তাহার মুখ বন্ধ করিয়াদেয়, কিন্তু আমি তাহা পারিনা। মিনি চুপ করিয়াথাকিলে এমনি অস্বাভাবিক দেখিতেহয় যে, সে আমারবেশিক্ষণ সহ্য হয় না।এইজন্য আমার সঙ্গে তাহারকথোপকথনটা কিছু উৎসাহের সহিতচলে।
0 Comments