অনুগল্প
সম্প্রতি তেরো বছরে পা দেওয়া সাইফার মনে এক প্রশ্ন জাগলো।তার পাশে তার ছোট্ট বোন সারা পুতুল নিয়ে খেলছে। পুতুল এর পরনে লাল শাড়ি। সাজগোজ একদম বউয়ের মতো।বলা যায় ছোট্ট একটা বউ।তার মা,মাইশা আলম অতি মনোযোগ সহকারে কাপড় সেলাই করছিলেন। হঠাৎ মায়ের মনোযোগ ভেঙ্গে দিয়ে সাইফা প্রশ্ন করে উঠলো - আচ্ছা মা, কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য কি?
খানিকটা চিন্তা করে তার মা মুচকি হেসে বললেন - এই যে সারাকে দেখছো না?সে পুতুল কে বউ সাজাতে পেরে আজ ভীষণ খুশি। এটা হচ্ছে কল্পনা। আর বাস্তবতা হচ্ছে যখন সত্যিকারের মেয়ে বিয়ে দেবে সেদিন তার চোখ বেয়ে পানি ঝরবে!
- রাদিয়াহ সারওয়া।
আমি রাদিয়াহ সারওয়া। বর্তমানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অধ্যয়নরত। গল্প লেখার পাশাপাশি কবিতা এবং দু-চারটে লাইন লিখে থাকি। মূলত শিক্ষামূলক এবং সামাজিক লেখার প্রতি আমার আগ্ৰহ বেশি
0 Comments