

বিকেলের সূর্যটা যেন কেমন বিষণ্ণ আজ। পশ্চিম আকাশে মেঘ জমেছে, দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে দেখা যায় কৃষক করিম আলী নিজের ক্ষেতে দাঁড়িয়ে আছে। তার পরনের লুঙ্গিটা কাদায় ভিজে গেছে, মুখে শুকনো ক্লান্তি। চোখদুটোয় ঘুম নেই, মনেও নেই শান্তি।এই মাঠই তো ছিল তার সব। পৈতৃক জমি না, নিজের ঘাম আর মাটির গন্ধে গড়ে তোলা। দিনরাত হালের বলদের সঙ্গে লড়ে, বৃষ্টি আর রোদে পোড়া মুখে আশা ছিল — এই বছর ভালো ফলন হবে। কিন্তু ভাগ্য যেন হাসে তাকে নিয়ে। একদিকে সার আর বীজের দাম বাড়ল, অন্যদিকে পোকা খেয়ে নষ্ট করে দিল অর্ধেক ফসল।
0 Comments