

ভোরের আলোটা বৃদ্ধাশ্রমের পুরোনো টিনের চাল ফুঁড়ে ভেতরে ঢুকে পড়েছিল। চারপাশে এক ধরনের নিস্তব্ধতা, তবুও সেই নিস্তব্ধতার ভেতর লুকানো ছিল নিঃশব্দ দীর্ঘশ্বাস।শফিক মিয়া বিছানায় আধশোয়া হয়ে জানালার ফাঁক দিয়ে আকাশ দেখছিলেন। বয়স পঁচাত্তরের ঘরে, চোখে চশমা, হাতে কাঁপুনি। একসময় তিনি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। কত ছাত্র-ছাত্রী তার হাত ধরে পড়াশোনা শিখেছে! অথচ আজ তিনি একা—ছেলেমেয়েরা শহরে বড় হয়েছে, কেউ বিদেশে, কেউ রাজধানীর উঁচু দালানে। সময়ের সঙ্গে সম্পর্কগুলো যেন ভেসে গেছে দূরে।
0 Comments