

গ্রামের পাশের ঘন জঙ্গলে বুনো হাতির দল বাস করত। দিনের বেলায় তারা জঙ্গলের গভীরে থাকলেও রাতে নেমে আসত মাঠে। ধানক্ষেতে ঢুকে মাড়িয়ে নষ্ট করত ফসল। মাঝে মাঝে কারও উঠোন ভেঙে চালের গোলা উলটে দিত। এভাবেই গ্রামবাসী আতঙ্কে দিন কাটাত।এই গ্রামেই ছিল কাদের নামে এক যুবক। সে আগে বাঘ শিকার করে নাম কুড়িয়েছে। মানুষ তাকে সাহসী বলত। কিন্তু কাদেরের বুকের ভেতরও এক অদৃশ্য ভয় বাস করত—হাতির ভয়। তবুও গ্রামের লোকজন বারবার অনুরোধ করায় সে রাজি হল হাতি শিকারে বের হতে।
0 Comments