

গাঁয়ের ৯০% অংশই বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। মাত্র ১০% বাড়িতে পানিওঠেনি, যার মধ্যে আমাদেরবাড়ি, আতাদের বাড়ি, সবুজের বাড়ি, আর সাইদের বাড়িছিল অন্যতম। গ্রামের যুবকরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে ব্যস্ত ছিল। পুরো গ্রামজুড়ে মানুষজন কান্নায় ভেঙে পড়েছিল। অনেকে ভাবছিল যে পানি হয়তো উঠবে না, কিন্তু হঠাৎ দেখা গেল পানি উঠান পর্যন্ত এসে গেছে। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে সবাই দেখে খাটের নিচে পানি চলে এসেছে, অনেক জায়গায় খাট ভিজে গেছে।
0 Comments