
গল্পটা কোনো নির্দিষ্ট গ্রাম বা শহরের না। এটা একটা স্বপ্নের দেশের গল্প। যেখানে সকালে উঠেই মানুষের মুখে হাসি, চোখে শান্তি আর মনে ভালোবাসা। ঠিক যেন কোনো কবিতার দেশ।সেই দেশে রাস্তায় কেউ টাকা ফেললে, ঝুঁকে পড়ে কুড়িয়ে নেয় পাশের মানুষটা—তবে পকেটে রাখে না, হাত ধরে বলে,— \"ভাই, আপনার টাকাটা পড়ে গিয়েছিল।\"সেই দেশে দোকানে তালা লাগে না। দোকানদারও থাকে না। দরজায় একটা বোর্ড ঝুলে থাকে:\"যার যা দরকার, নিয়ে যান। দামের টাকাটা পাশে রাখা বাক্সে রেখে দিন।\"অবাক করার মতো ব্যাপার, বাক্সে কখনোই টাকা কম পড়ে না, বরং মাঝে মাঝে বেশি পড়ে যায়।
0 Comments