
গল্প টা ছোট একটা কিশোরের ,পড়ে দেখো হইতো তোমাকে খুঁজে পাবে।ইনশাআল্লাহ আজ এত বছর পর ফিরে তাকালে, বুঝি—শৈশবের সেই দিনগুলোই জীবনের সবচেয়ে মূল্যবান সময়। মন্টু, রহিম, কাশিম, আরাফাত, জুনায়েদ, জাবের—আমরা সবাই একসাথে তৈরি করেছিলাম এক অদৃশ্য বন্ধনের জগত, যেখানে ভয়, ভালোবাসা, দুষ্টুমি আর সাহস—সব মিলেমিশে এক হয়ে গিয়েছিল।আজও চোখ বন্ধ করলে সেই জিলাপির গাছ, কুড়ির শালুক, আর জাবেরের দাদার চোখে আগুন দেখতে পাই। মনে হয়—কোনও একদিন হয়তো আবার সেই গ্রামে ফিরে যাব, আর খুঁজে নেব হারিয়ে যাওয়া সেই পাঁচ বন্ধুকে।
কি যে ভালো লাগল লেখাটা পড়ে 💖💖
শুকরিয়া