
নাম তার কাশেম আলী।গ্রামের মানুষ তাকে এক নামে চেনে—কাশেম মুন্সি।বয়স ষাট ছুঁই ছুঁই, চেহারায় অভিজাত্যের ছাপ, কণ্ঠে কঠোরতা।তাঁর চারপাশে একটা অদৃশ্য ভয় কাজ করে—গ্রামের কেউই চোখে চোখ রাখে না।কাশেম আলী সারা জীবন শুধু নিজের কথা ভেবেছে।কেউ যদি ধান চাইত, সে বলত, “আমার গোলা দুঃখের জন্য না।”কেউ চিকিৎসার টাকা চাইলে বলত, “আল্লাহ যার হেফাজত করেন, তার ওষুধ লাগে না।”সে জমি কিনেছে জোর করে, রাস্তা বন্ধ করেছে একচেটিয়া মালিকানায়, এমনকি নিজের ভাইয়ের ছেলেকেও পৈত্রিক বাড়ি থেকে উচ্ছেদ করেছে।
ভালো লাগলো