
নোমান নামাজে অলসতা করত। একদিন তার বোন অসুস্থ হয়ে পড়ে, অনেক টাকার দরকার হয় চিকিৎসার জন্য। হালাল পথে থাকা তার বাবা ঘুষের টাকা নিতে রাজি হন না। তখন নোমান জানতে পারে, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। সে নামাজ শুরু করে ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। অবশেষে বৃষ্টি নামে, আর পুরনো এক সাহায্যপ্রাপ্ত ব্যক্তি এসে তাদের আর্থিক সমস্যা মিটিয়ে দেয়। আল্লাহ নোমানের দোয়া কবুল করেন।**মূল বার্তা:** বিশ্বাস, নামাজ ও হালাল পথে থাকা মানুষকে আল্লাহ সাহায্য করেন।
0 Comments