

ঘরটায় আলো জ্বলছে, অথচ চারদিকে যেন অদ্ভুত এক অন্ধকার।একটা চেয়ারে নিঃশব্দে বসে আছেন আবিদ রহমান—এককালে যাকে সবাই ডাকত \"আলোকদূত\" নামে। কথায়, কাজে, স্বপ্নে সে ছিল নেতৃত্বের প্রতীক। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবী, ছাত্র রাজনীতিতে দৃঢ়, সমাজসেবায় অগ্রগণ্য। মনে সবাই বিশ্বাস করত, এই মানুষটি একদিন কিছু করবে—বিশ্ব বদলাবে না হোক, অন্তত একটা দেশের মানচিত্রে নতুন রেখা টানবে।
0 Comments