

পর কখনো আপন হয়না। আজ এক বছর হয়ে গেল ছেলেটা একবারও আমায় দেখতে এলনা। অথচ তার জন্য আমার বিয়েটাই করা হলনা। অথচ আজ আমি কুমারী মা। রোহানকে মানুষ করতে আমার জীবনের শুরুটা কত না বাধা অতিক্রম করে আসতে হয়েছে।আজ সেই কথাই মনে পড়ছে।আমার বিয়ে নিয়ে খুবই চিন্তিত বাবা। বাবা চাচ্ছেন বিয়েটা শীঘ্রই সেরে ফেলি। আশেপাশের মানুষের কানাঘুষা তিনি আর সহ্য করতে পারছেন না।
0 Comments