
বয়স চল্লিশ ছুঁইছুঁই, তবুও লতিফ মিয়ার আয়নায় নিজের মুখ দেখার সময় নেই। সকাল হলেই বাজার, তারপর চায়ের দোকানে আড্ডা, মানুষের দোষ ধরা, নিন্দা করা—এই ছিল তার নিত্যদিনের রুটিন।তিনি নিজেকে “সমাজসেবক” বলে দাবি করতেন, অথচ কাউকে দুটো ভালো কথা বলার মতো সময়ও তার ছিল না। বরং কার ছেলে হিজড়ে হয়ে গেছে, কে রাতে প্রেম করে, কে দিনে ভাত খায় না—সব তার নখদর্পণে।
0 Comments